টাকা পয়সা জীবনের সব কিছু নয়, আবার টাকা পয়সা জীবনের অনেক কিছু। আমি আমার মূল্যবান সময় গুলো নষ্ট হতে দেখছি চোখের সামনে। যেগুলো অশ্রু হয়ে ভেসে যাচ্ছে। এগুলো জীবনে আর ফিরে পাবো না। গত ছয় মাস আগেও আমার পড়াশুনার গতি ছিল শতভাগ আর এখন শুন্য।অনেক অনেক আছে। তবে আমার কাছে যেটা চরম বাস্তব সত্য হচ্ছে, আমার চরম বিপর্যয়ের/দুখ-কষ্টের মুহুর্তে আমি ছাড়া আমার আর কেউ নেই। আসলে কেউ থাকেও না, থাকবার কথাও না।

0 comments:
Post a Comment