সময়ের স্বার্থকতা, নয়তোবা স্বার্থপরতা
কখনো ভেবে দেখেছেন, এই মুহুর্তে আপনার মন খারাপ হলে, ডিপ্রেশনের কালো বলয় হঠাৎ ঘিরে ধরলে ঠিক কার কাছে ছুটে যাবেন?
কে আপনার একনাগারে বলে ছলা বস্তা বস্তা অভিমান, আভিযোগ চুপ্টি করে শুনবে?
আর কেই'ই বা গালে দাগ কেটে নেমে আসা অশ্রু রেখার মানে বুঝবে?
কখনো ভেবে দেখেছেন,
আপনার আছমকা ভয় লাগলে, চারপাশ টা মিশমিশে অন্ধাকার মনে হলে কে ফোনের অপার থেকে শ্নাত গলায় বলবে- "বাদ দে, আমি আছি তো!!"
আচ্ছা এমন কী কেউ ছে যাকে আপনার বেখাপ্পা বেলেল্লাপনা, মুঠোভর্তি জেদ, বুকে অহেতুক জমে থাকা পাথরটুকুর হদিস দিতেই হয়? নয়তো আপনার দু'চোখের পাতা এক হয়না।
একটা বয়সের পর আমাদের হঠাৎ হঠাৎ একাকীত্ব কামড়ে ধরে, মনেহয় এই বুঝি সবকিছুই শেষ হয়ে গেলো, ঠিক তখনই আমার অতিরিক্ত কাউকে সন্ধান করি।মনের মানুষ না আমরা সন্ধান করি কাছের কাউকে খুব কাছের কেউ। যাদের সিকিভাগ বা আধখানা আমাদের মনের মতো না হলেও তার কাছেই আমাদের সমর্পণ থাকে আকাশছোঁয়া। সেই মানুষ টা কে জানেন? কারো কাছে সে একজন বন্ধু, কারো কাছে প্রিয়জন নয়তোবা কারো কাছে তার থেকেও অনেক বেশী কিছু।
তবে এমন একটা মানুষ সকলেই চায়, যে তা মুঠো-ফোনের নেট অফ করার পরও থেকে যাবে দিনের পর দিন এবং বাকীটা সময়ও। যার কাছে বড্ড সহজ হওয়া যায়, রাগ-ঢাক মেনে অতো আট-পৌরে হতে হয়না।যদি এমন কাউকে পেয়ে থাকেন তবে আপনার নিজেকে হারানোর ভয় থাকবে না। আর না থাকবে বিষণ্ণতা, সেই প্রতিটা মুহুর্তেই ক্ষণে-বিক্ষণে হয়ে উঠবে আপনার জন্য আলোকবর্তিকা। আপনার "Light Which Guides You At Home & Outside Home."


