Tuesday, June 24, 2025

উম্মাহর জাগরণ শুরু কোথা থেকে?

 

"উম্মাহর জাগরণ শুরু কোথা থেকে?"

-ইউসুফ আলী 


শুরুটা কই থেকে হবে—

শক্তি দিয়ে?

স্লোগানে?

নাকি বুলেটের জবাবে বুলেটে?


না,

জাগরণ শুরু হবে—

হৃদয়ের ভিতর থেকে।


যেখানে চোখের পানি থাকবে গাজা-কাশ্মীরের জন্য,

কিন্তু সেই চোখ থাকবে নিজেকে দেখার মতো পরিষ্কার।


যেখানে আল্লাহর নামে নয়—

আল্লাহর জন্য হবে প্রতিবাদ।

সোশ্যাল মিডিয়া পোস্টের চেয়ে

আত্মশুদ্ধির অঙ্গীকার হবে জোরালো।


জাগরণ শুরু হবে—

যখন এক মুসলিম,

অন্য মুসলিমকে শুধরে দিবে ভালোবাসায়।

যখন ঈমান হবে দল না হয়ে দীপ্তি।


জাগরণ আসবে—

যখন রাতের শেষ প্রহরে

একটি বুক ফেটে উঠবে উম্মাহর জন্য।

যখন ব্যবসার মুনাফার চেয়ে

ফিলিস্তিনের আহাজারি হবে বেশি বাস্তব।


জাগরণ আসবে—

যখন আমরা নিজেদের প্রশ্ন করবো,

“তাদের পাশে দাঁড়াতে পারিনি ঠিক আছে…

তবে তারা যখন কাঁদছিল,

আমরা কি হাসছিলাম?”

No comments:

Post a Comment