কোথাও কেউ নেই
কোথাও কেউ নেই-
যা কিছু আছে’র মতো দেখায় আমি তাকে সম্পর্ক বলে চিনি।
কোথাও কেউ নেই-
চারিপাশে যা কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে,
সেগুলোকে আমি একখণ্ড ধূসর মেঘ বলে জানি!!
কোথাও কেউ নেই-
এসব কে আমি মায়া বলেই জানি।
চোখ বন্ধ করলে আমি দেখতে পাই-
কেউ জানে না, কী কারণে হঠাৎ এমন
তীব্র তুমুল দুঃখ-কাতরতা
ছড়িয়ে পড়েছে আমার নওল শরীরে।
চোখ বন্ধ করলেই আমি আমাকে খুঁজে পাই-
লেলিহান জ্বলন্ত লাভার শিখায়!
যেখানে আমার পুরো অঙ্গ দীর্নবিদীর্ণ।
অনন্য আবির
১৫/০১/২০২৪
৫.১০ এএম
