"উম্মাহর হারানো শান"
-ইউসুফ আলী
একসময়—
পৃথিবী দুলত ইসলামি পায়ে,
নদীর ধারে বসে জ্যোতির্বিজ্ঞান হতো,
আর মিম্বার হতো জ্ঞানের মিনার।
উম্মাহ ছিল না কেবল নামাজি—
ছিল নেতৃত্বের আলো,
ছিল ন্যায়ের তলোয়ার,
ছিল নীচু মাথার ওপরে আশার ছায়া।
গ্রন্থ ছিল কুরআন,
কিন্তু জীবন ছিল বাস্তব ধারায় রচিত ব্যাখ্যা।
আজ সে সব ইতিহাস—
কেবল স্কুলের পাঠ্য,
পড়ানো হয়,
তবে বিশ্বাস করা হয় না।
উম্মাহ আজ পরাজিত নয় অস্ত্রের জোরে,
বরং আত্মবিশ্বাসের অভাবে।
আমরা হারিয়েছি “লা ইলাহা”র শক্তি,
ধর্মকে সাজিয়েছি, চালিয়েছি—
কিন্তু অন্তর থেকে বাদ দিয়েছি বীরত্ব।
কোথায় সেই শান,
যে আল-কুরআন হাতে নিয়ে
পৃথিবীর অন্ধকারকে বলত—
“এবার আলো আসবে আমাদের দিক থেকে”?
আজ উম্মাহ দাঁড়ায় ভিক্ষার থালায়,
যেখানে একদিন তারা দিতো ইনসাফের পানপাত্র।


0 comments:
Post a Comment