সাম্রাজ্যবাদ—এক বিকৃত মঞ্চ
✍️ ইউসুফ আলী
তারা আসে হাসিমুখে, পিঠ চাপড়ে,
নিয়ে যায় মাটি—রক্তে রাঙিয়ে ফেলে নদী।
বলে, “তোমার ভালোর জন্য”,
আর রেখে যায় চুক্তির জঞ্জাল, বোমার স্তবক।
তারা বানায় 'শান্তির প্যাকেজ',
ভেতরে লুকানো যুদ্ধের মানচিত্র।
এক হাতে ডলার, আরেক হাতে ড্রোন—
এই দ্বৈত নীতির জালে গুটিয়ে যায় প্রাণ।
শিশুদের কাঁধে বই নয়, শোকের ছায়া;
মায়েরা কাঁদে বস্তিতে, আর ক্যামেরা খোঁজে গল্প।
অর্থনীতি আজ ‘ঋণের শিকার’,
স্বাধীনতা যেন ভাড়া খাটা শ্রমিক।
জিজ্ঞেস করি —
আর কতদিন এই মুখোশ পরা রাজনীতি?
আর কতদিন খালি পেটে গ্লোবাল চুক্তি?
কে দেবে জবাব, কে গড়বে প্রতিরোধ?
নাকি সবাই চুপচাপ, ইতিহাসের বোবা দর্শক?
আমরা যদি এখন না জাগি,
এই দুনিয়া হয়ে উঠবে শুধুই মানচিত্রের খেলা।
যেখানে প্রাণ গোনার আগে গোনা হবে পেট্রোল,
মৃত্যুর বাজারে বিকোবে স্বাধীনতার স্বপ্ন।
তাই, বলি—
থেমো না হৃদয়, জ্বলে উঠো প্রশ্নে,
সাম্রাজ্যবাদ ভাঙে সেই গর্জনে, যে শব্দ পায় মানুষের গলায়!







