"নেতৃত্বহীন উম্মাহ"
-ইউসুফ আলী
মুসলিম দুনিয়া আজ সমুদ্রের মতো—
প্রশস্ত,
তবে দিকহীন।
জাহাজ আছে, মাঝি নেই।
দু’হাত উঁচিয়ে দোয়া,
তবু পেছনেই মাটিতে পড়ে থাকে রক্তাক্ত কোনো গাজা।
কোথায় সেই খলিফা,
যার ডাক এক ছিল শাসনের ও স্নেহের?
কোথায় সেই নেতৃত্ব—
যার উপস্থিতিতে উম্মাহ এক শরীর, এক হৃদয়?
আজ যে যার রাজসিংহাসনে বন্দি,
সীমান্ত নামক কাঁটাতারে আটকে আছে ঈমান।
কেউ হিজাব নিয়ে আলোচনায় ব্যস্ত,
কেউ তেল বিক্রির চুক্তিতে—
আর কাশ্মীর, ফিলিস্তিন, রোহিঙ্গা?
ওরা যেন সংবাদপত্রের পুরনো শিরোনাম,
যাদের জন্য চোখের পানি নয়,
শুধু কূটনৈতিক বিবৃতি বরাদ্দ।
নেতৃত্ব নেই—
কারণ ঈমান থেকে বিচ্ছিন্ন হয়েছে চোখের দৃষ্টি।
আর নেতৃত্বহীন উম্মাহ
শুধু ভেঙে পড়ে,
ধ্বংস হয়—
অথবা চুপচাপ লাশ গোনে।


0 comments:
Post a Comment