"চুপ থাকার দায়"
-ইউসুফ আলী
যখন ঘর পুড়ে যায়,
তখন শুধু আগুন নয়—
চুপ থাকা দেয়ালগুলোও দোষী হয়।
যুগের পর যুগ
গাজা নামক ক্ষত বয়ে বেড়াচ্ছে এক জাতি,
শুধু তারা নয়—
পৃথিবী তাকিয়ে আছে আরবের নিঃশব্দতা দেখে।
পেট্রোডলারে ভিজে থাকা বিবেক,
হুরের স্বপ্নে ডুবে থাকা নীতি,
তারা কি জানে—
মসজিদের মিনারে আর রক্তের গন্ধ জমে আছে?
এখন হঠাৎ কী হলো?
স্বার্থে আগুন লাগল?
নাকি পশ্চিমা রাজনীতির খেলা থেকে
একটু ছিটেফোঁটা সম্মান বাঁচানোর চেষ্টা?
উম্মাহ জেগে ওঠে না স্লোগানে,
উম্মাহ জাগে—যখন হৃদয়ে ব্যথা সত্য হয়ে ওঠে।


0 comments:
Post a Comment